ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দুর্বৃত্তদের ছোড়া আগুনে পুড়ল  কাভার্ডভ্যান বোঝাই মুরগির বাচ্চা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
দুর্বৃত্তদের ছোড়া আগুনে পুড়ল 
কাভার্ডভ্যান বোঝাই মুরগির বাচ্চা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা সব মুরগিন বাচ্চা মারা গেছে, আহত হয়েছেন চালক।

 

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।  

শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজিম উদ্দিন জানান, টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ সিএনজি ফিলিং স্টেশনের কাছে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মাওনা শ্রীপুর থেকে পাবনাগামী কাভার্ডভ্যানের কেবিনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে গাড়িতে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে গেছে। এতে কাভার্ডভ্যানের চালকের গালে আঘাত লেগেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।