ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কর্মসূচি শেষে ফেরার পথে আটক ১২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
বিএনপির কর্মসূচি শেষে ফেরার পথে আটক ১২

রাজশাহী: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।  

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মহানগরীর বাটার মোড়ে মহানগর ও জেলা বিএনপির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়।

এদিকে ওই মানববন্ধন কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেনসহ (৪৫) ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটক অন্যরা হলেন- রাজশাহী মহাগরীর কেদুর মোড় এলাকার আনারুল ইসলাম (৪৫), বাগমারা উপজেলার হাসানুজ্জামান (৩২), মহানগরীর হেতেম খাঁ এলাকার জাকারিয়া হোসেন ওরফে নয়ন (৪০), আলমগীর হোসেন (৪৩), মো. সুজন (৩৪) ও মশিউর রহমান (৪৪), গোদাগাড়ীর কাঁকনহাট সুন্দরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৭), মহানগরীর লক্ষ্মীপুর এলাকার শাহানুর ইসলাম ওরফে মিঠু (৫৫), বাগমারা উপজেলার তাহেরপুর চাকিরপাড়া এলাকার রমজান আলী (৪৪), দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আল মারুফ জাহান (৩৬) ও দুর্গাপুর উপজেলার আহমেদ রেজাউল হক (৫০)।

তাদের মধ্যে নাজমুল হক ডিকেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। শাহানুর ইসলাম রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া অন্যদের দলীয় পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) জামিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।