ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোমবার আ. লীগের যৌথসভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
সোমবার আ. লীগের যৌথসভা

ঢাকা: আগামী সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা ডেকেছে দলটি। বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ যৌথসভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। এরপর আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের নির্বাচনী প্রাচার শুরু হতে যাচ্ছে। নির্বাচনকে ঠেকাতে বিএনপি-জামায়াত আরও বড় ধরনের নাশকতা, সহিংসতা চালাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে আওয়ামী লীগের এ যৌথসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি সম্পর্কে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে এ যৌথসভা আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।