ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চারজনকে হত্যার প্রতিবাদে পানছড়িতে চলছে ইউপিডিএফের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
চারজনকে হত্যার প্রতিবাদে পানছড়িতে চলছে ইউপিডিএফের ধর্মঘট

খাগড়াছড়ি: সংগঠনের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের ডাকে সাধারণ ধর্মঘট চলছে।  

রোববার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী ধর্মঘটের কারণে সকাল থেকে পানছড়ি উপজেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সাপ্তাহিক হাট-বাজার হওয়ার পরও দুরদুরান্ত থেকে কৃষিপণ্য নিয়ে পাহাড়িরা আসেননি এখানে। পানছড়ি বাজারে দোকানপাট খোলা থাকলেও অন্যান্য এলাকায় দোকানপাটও খোলেনি।  

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, ধর্মঘট চলাকালে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।

একই দাবিতে সোমবার (১৮ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ।

গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চার নেতা।  

এই ঘটনায় ১৫-২০ জনকে অজ্ঞাত দেখিয়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।