ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ. লীগের বিজয় শোভাযাত্রা ১৯ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
আ. লীগের বিজয় শোভাযাত্রা ১৯ ডিসেম্বর

ঢাকা: আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র‍্যালি কর্মসূচি ছিল। সেটি পিছিয়ে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) করা হয়েছে।

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হবে। যে কারণে বিজয় মিছিল পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, কুয়েতের সাবেক আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে আগামীকাল ১৮ ডিসেম্বর একদিনের শোক পালন করবে বাংলাদেশ। কাজেই আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা ১৮ তারিখের পরিবর্তে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটায় বিজয় শোভা যাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

এর আগে ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‍্যালি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এরপর ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর কথা জানায়। ওবায়দুল কাদের বলেন, ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। মাজার জিয়ারতের পর সমাবেশ হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।