ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ. লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, ডিসেম্বর ১৮, ২০২৩
২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ. লীগ

ঢাকা : আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ সভাপতি নির্বাচনী এ ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

নির্বাচন নিয়ে দেওয়া ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে 'বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেও তিনি জানান ৷

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান।

আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

নির্বাচন নিয়ে দেওয়া ৪০ বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে 'বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অংশ' উল্লেখ করে তিনি বলেন, এরা বিএনপির দালাল।

এ প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা ও শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর  ১৮, ২০২৩
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।