ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

৭ জানুয়ারি বিজয়ের সুনিশ্চিত পতাকা উড়বে: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
৭ জানুয়ারি বিজয়ের সুনিশ্চিত পতাকা উড়বে: তাপস ছবি: জি এম মুজিবুর

ঢাকা: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের সুনিশ্চিত পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটে বিজয় শোভাযাত্রার উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ।

বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে তাপস বলেন, আজকের এ বিজয় র‌্যালি প্রমাণ করে দিয়েছে যে বিজয় আমাদের সুনিশ্চিত। এ বিজয়কে আমরা আরও সুনিশ্চিত করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি আমাদের বিজয়ের সুনিশ্চিত পতাকা উড়বে।

তিনি বলেন, এ বিজয়ের মাধ্যমেই এ প্রতিক্রিয়াশীল দলটি যারা খুন, সন্ত্রাসী কার্যক্রম করে, যারা মনে করছে আমাদের বিজয়কে ছিনিয়ে নেবে, ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি আমরা আবার প্রমাণ করবো বাংলার জনগণ বঙ্গবন্ধুর পক্ষে, বাংলার জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারা জননেত্রী শেখ হাসিনার পক্ষে ইনশাআল্লাহ রায় দেবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের নৌকার সব প্রার্থীদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন।

বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ এ অবস্থিত বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যায় শোভাযাত্রাটি। শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এইচএমএস/এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।