ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পোস্টার লাগানোর সময় এ কে আজাদের সমর্থককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
পোস্টার লাগানোর সময় এ কে আজাদের সমর্থককে কুপিয়ে জখম

ফরিদপুর: দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণামূলক পোস্টার লাগানোর সময় ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থককে কুপিয়ে জখম করেছে একদল যুবক।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের উমেদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত ওই ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। তিনি ঈশান গোপালপুরের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ঈগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচজন যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ঈগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে আজিজকে। আহতাবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে আহত আজিজ শেখের স্বজনেরা কান্নাকাটি করছেন। তারা হামলাকারীদের বিচার দাবি করেন।  

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে পৌঁছে খোঁজখবর নেয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। বিষয়টি জেনে বলতে পারবো।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।