ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচিত হলে সাঘাটা-ফুলছড়িকে স্মার্ট এলাকা বানানোর ঘোষণা বুবলীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
নির্বাচিত হলে সাঘাটা-ফুলছড়িকে স্মার্ট এলাকা বানানোর ঘোষণা বুবলীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। তিনি জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি এবারের নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

গণসংযোগকালে ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে গাইবান্ধা-৫ আসনকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলবো। এলাকার মানুষ ভয় ছাড়াই মুক্ত ও স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার এমপি হবে জনতার। ’ 

তিনি আরও বলেন, ‘ভালো মানুষের নির্লিপ্ততার কারণে রাজনীতি যখন দুর্নীতিবাজ, লুটেরা, অসৎ লোকদের দখলে চলে যায়, তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আর এসব অপরাধ-অপরাজনীতি বন্ধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি এ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। ’ 

‘আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সঙ্গে আছি। এটা আমার বাবার শিক্ষা’, উল্লেখ করে বুবলী বলেন, ‘আমার শক্তি সততা, মানবপ্রেম ও জনগণের সঙ্গে অটুট সম্পৃক্ততা। তাই আশা করি সচেতন নাগরিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন। ’ 
 
‘শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ কাজ করে যাব,’ বলে আশা তার।  

পরে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তার প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ