ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদলের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
নারায়ণগঞ্জে যুবদল-ছাত্রদলের গণসংযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি গণসংযোগের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করে অসহযোগ আন্দোলনে মানুষকে সম্পৃক্ত হতে আহ্বান জানান নেতাকর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিতি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও সদস্য সচিব জসিম মিয়া।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।