ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা-৪ আসনে লাঙ্গল জয়ী হবে: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা-৪ আসনে লাঙ্গল জয়ী হবে: বাবলা

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা-৪ আসনে লাঙ্গল জয়ী হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কদমতলী থানার ৫৮ নম্বর ওয়ার্ডের বড়ইতলায় নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, শ্যামপুর-কদমতলীর জনগণ আমাকে ভালোভাবে চেনে। বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি বা আমার কোনো কর্মী এ এলাকায় চাঁদাবাজি করেনি। আমি চারবার এ আসনে সংসদ সদস্য ছিলাম। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আপস করিনি। এ এলাকার জনগণ খুবই সচেতন। তারা জানে অত্র অঞ্চলে কে সংসদ সদস্য হলে এলাকাবাসী নিরাপদে থাকতে পারবে। জানমালের নিরাপত্তা থাকবে।  

৫৮ নম্বর ওয়ার্ড সভাপতি সুলতানা আহমের লিপির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন প্রমুখ।  

সন্ধ্যার পর বাবলা লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ৫৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ চৌরাস্তার মোড় থেকে গণসংযোগ করেন। এর আগে সকালে মীর হাজিরবাগ ও দোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।