ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুর, আহত ৩

নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।  

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর দেরটার দিকে উপজেলার মৈনম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মৈনং বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দুপুরের দিকে আট থেকে ১০ জনের হেলমেট বাহিনী দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। এতে ওই প্রার্থীর তিনজন সমর্থক আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাহিদ মোর্শেদের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী গামা। তবে সত্যতা জানতে নাহিদ মোর্শেদকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।