ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট কেন্দ্রে শতভাগ উপস্থিতি চান সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ভোট কেন্দ্রে শতভাগ উপস্থিতি চান সাকিব

মাগুরা: মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, আমি আপনাদের সন্তান, মাগুরার সন্তান। আমি আপনাদের মাঝে এসেছি, একটা জিনিস নিতে জিনিসটা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

যাতে করে আমি আপনাদের মাঝে বার বার আসতে পারি। মাগুরার হয়ে কাজ করতে পারি। ভোটের দিন শতভাগ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি।

শনিবার (২৩ ডিসেম্বর) জগদল, চাউলিয়া, বগিয়া ও কছুন্দি ইউনিয়নে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাকিব আল হাসান।  

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে সাকিব আল হাসান ছাড়াও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাসের বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।