ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।  

এ কর্মসূচি সফল করতে মাঠে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে সব সাংগঠনিক জেলায় বার্তা দিয়েছে দলগুলো।

একই দাবিতে রোববার আবার নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।  

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

এদিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।  

টানা তিন দিনের অসহযোগ আন্দোলনের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এর পরই চতুর্থ দিন সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিরোধী দলগুলো। আজ আবার আগামী দিনের আন্দোলনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে শ্রমিকদের দাবি পূরণ না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট পালনসহ অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠন সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।