ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠিন সময় দারুণভাবে পার করেছি: মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠিন সময় দারুণভাবে পার করেছি: মাশরাফি

গোপালগঞ্জ: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক প্রতিকূলতা গিয়েছে।

করোনার মতো মহামারি গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভেতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে পার করেছি। আশা করি, সব কিছু ঠিকঠাক থাকলে, কাজের প্রক্রিয়া বা ধরণ বাড়বে এবং ভালো হবে। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।  

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাশরাফি অপর এক প্রশ্নের জবাবে আরও বলেন, খেলাধুলাতো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না, খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। আমি যতদিন বেঁচে থাকব, অবশ্যই খেলাধুলার সঙ্গে থাকব।

এর আগে মাশরাফি বিন মর্তুজা তার আসনের কর্মী-সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।  

পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।