ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

টুকুকে জড়িয়ে দুর্বল স্ক্রিপ্ট উপস্থাপন করা হয়েছে: যুবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
টুকুকে জড়িয়ে দুর্বল স্ক্রিপ্ট উপস্থাপন করা হয়েছে: যুবদল

ঢাকা: গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জড়িয়ে দুর্বল স্ক্রিপ্ট উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, ‘পুলিশের দুরভিসন্ধিমূলক ও কল্পিত নির্দেশনায় নাটক নির্মাণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এমন দাবি করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজের প্রধান সেনাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না। দেশের যুবসমাজ আজ নেতৃত্ব হাতে তুলে নিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। ’

মিল্টন বলেন, ‘গত ২৮ অক্টোবর স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী একতরফা নির্বাচন বাস্তবায়নের জন্য লাখ লাখ মানুষের সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করে যে রাম রাজত্ব কায়েম করেছিল, তা আজও অব্যাহত আছে। সারা বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবরদস্তিমূলক একতরফা একটি ডামি নির্বাচনে করে যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে তারা দেশটাকে যুদ্ধাবস্থায় নিয়ে যেতে চায়। তারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। ’

তিনি বলেন, ‘আজ ভারতীয় দালাল চক্র বীরদর্পে বলে—আমাকে ভারত মনোনয়ন দিয়েছে। আর ভারতীয় দালাল বিশ্ব লুটেরা সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, প্রতিবাদেরও সাহস পায় না। ’

মিল্টন আরও বলেন, ‘নেতাকর্মীদের আটক করে, গুম করে, নির্যাতন চালিয়ে, শেখানো বুলি দিয়ে স্বীকারোক্তি আদায় করে যারা মনে করছেন পার পেয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের পৃথিবী ছোট হয়ে গেছে। সাবধান হোন, ষড়যন্ত্র বন্ধ করেন। অন্যথায় মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।