ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৮ আসনের সবার সব অধিকার নিশ্চিত করার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
ঢাকা-১৮ আসনের সবার সব অধিকার নিশ্চিত করার আশ্বাস

ঢাকা: ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সব অধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেরীফা কাদের।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উত্তরার জসিমউদ্দীন আরএকে টাওয়ার, উত্তরা টাওয়ার, নিগার প্লাজা, রাজলক্ষ্মী কমপ্লেক্স, কুশল সেন্টার, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স ও রাজউক কমার্শিয়াল মার্কেট ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগকালে এ আশ্বাস দেন তিনি।

 

শেরীফা কাদের বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে যেন কোনো ভয় না থাকে। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা নির্বাচনে শঙ্কামুক্ত পরিবেশ চাই। আমরা চাই ভোটাররা যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙলের বিজয় সুনিশ্চিত। সরকার ও নির্বাচন কমিশনকে ভোটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।  

তিনি আরও বলেন, বিজয়ী হতে পারলে রাস্তাঘাট উন্নয়ন করব। ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সব অধিকার নিশ্চিত করবো। আমরা গণমানুষের সঙ্গে আছি, কোনো অপশক্তি আমাদের পথচলা রোধ করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।