ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরের শামীম হক ভয়ের রাজনীতি কায়েম করেছেন: এ কে আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ফরিদপুরের শামীম হক ভয়ের রাজনীতি কায়েম করেছেন: এ কে আজাদ

ফরিদপুর: জমে উঠেছে ফরিদপুর সদর-৩ আসনে ভোটের মাঠের লড়াই। ব্যানার, পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ফরিদপুর।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটছেন, দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এ সময় ভোটাররা তাকে বলেন, ‘আপনি কোনো চিন্তা করবেন না। গরিব-মেহনতি মানুষের মার্কা ঈগল। আপনিই জয়ী হবেন। ’

ষাটোর্ধ্ব রিকশাচালক আব্দুল জব্বার। ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় কোনো যাত্রীর জন্য হয়তো অপেক্ষা করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ রিকশাচালক আব্দুল জব্বারের সঙ্গে হাত মেলান এবং তাকে জড়িয়ে ধরেন। তখন ওই রিকশাচালক বলেন, ‘আপনি ফরিদপুরের জন্য অনেক করেছেন। অনেক মানুষকে চাকরি দিয়েছেন। এবার ফরিদপুরবাসী আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি ভয় পাবেন না, আমার মতো গরিব-মেহনতি মানুষের মার্কা ঈগল। ’

গণসংযোগ শেষে বাসস্ট্যান্ড এলাকায় তাৎক্ষণিক বক্তব্য দেন ঈগল প্রতীকের প্রার্থী এ কে আজাদ।

তিনি বলেন, ‘ফরিদপুরে নৌকার প্রার্থী শামীম হক একটা ভয়ের রাজনীতি কায়েম করেছেন। প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভয় দেখানো হচ্ছে। আমি নির্বাচিত হলে এ ফরিদপুর হবে শান্তির জেলা। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি ও টেন্ডারবাজি কর্মকাণ্ড ফরিদপুরে চলবে না। ’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফরিদপুরের সাধারণ মানুষের পাশে আছি। স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করেছি। আগামীতে নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেবো। কলকারখানা নির্মাণ করে ফরিদপুরের আর্থ সামাজিক পরিবর্তনের পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবো। ’

এ কে আজাদ বলেন, ‘আজকে যারা আমার কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে, জুলুম করছে, তাদের বলতে চাই- ভয় দেখিয়ে লাভ নেই, ফরিদপুরের মানুষ প্রতিবাদ করতে জানে। মানুষ আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে। ঈগল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। ’

এর আগে তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার ও পিঠাকুমড়া বাজারে গণসংযোগ করেন। পরে দুপুরে স্থানীয় খলিফা কামালের ইটের ভাটায় ট্রাক ড্রাইভার ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এ কে আজাদ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।