ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক সিলেটের স্থানীয় একটি হোটেলে বিএনপির বিভাগীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। পরে বিকেলে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন ইইউর প্রতিনিধিদলের সদস্যরা

ঢাকা: সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্যের প্রতিনিধি দল ভার্চ্যুয়ালি এই বৈঠক করে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, এর আগে দুপুর ১২টার দিকে সিলেটের একটি স্থানীয় হোটেলে ইইউ’র প্রতিনিধিদল সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।