ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৮০ ভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে: শাহজাহান ওমর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
৮০ ভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে: শাহজাহান ওমর

ঝালকাঠি: নেতাকর্মীদের উদ্দেশে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, দেশি-বিদেশি চাপ উপেক্ষা করে ৭০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।

রোববার (৩১ ডিসেম্বর) সাড়ে ৯টায় কাঁঠালিয়া বাইপাস মোড় আউরা হাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১টায় চিংড়াখালী মিয়াজী বাড়ি দরবারের ময়দানে এক পথসভা করেন বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

এর পরে তিনি জয়খালী, আমরিবুনিয়া, হেতালবুনিয়া, বটতলা বাজার, মাঝি বাড়ি, কৈখালী বাজারে দিনব্যাপী পথসভা ও প্রচারণা চালান।

এসময় শাহজাহান ওমরের ছোট ভাই ডা. শাহ আলম, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকাদার, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল মিয়াজীসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।