ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনী অফিস ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনী অফিস ভাঙচুর

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মনির চাপরাশি জানান, রাত ১টার দিকে ১০/১২ জন লোক নির্বাচনী অফিসের টেবিল ও ১০-১৫টি চেয়ার ভাঙচুর করে। তারা পোস্টার-ব‌্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি কার্যালয়ের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।

মনির চাপরাশি বলেন, হামলকারীদের মধ্যে স্থানীয়রা ৪ জনকে চিনতে পেরেছেন। তারা দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল হওয়া শাম্মী আহমেদের অনুসারী। এ ঘটনা পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ইয়াসিনুল হক বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত এখনও পাইনি। উভয় পক্ষয়ই বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করছে, পুরো বিষয়টি মধ‌্য রাতে হওয়ায় কারা এর সাথে জড়িত চিহ্নিত করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ানি ০১, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।