ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় বিজয় আহম্মেদ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এনায়েতপুর থানাধীন ইউনিভার্সিটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিজয় আহম্মেদ এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।  

সোমবার (১ জানুয়ারি) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নাশকতার মামলা থাকায় রোববার বিএনপির নেতা বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।