ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শুধু নিজে ভোট দিলে হবে না প্রতিবেশীকেও সঙ্গে আনতে হবে: সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
শুধু নিজে ভোট দিলে হবে না প্রতিবেশীকেও সঙ্গে আনতে হবে: সাকিব

মাগুরা: দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মাগুরা জেলা জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নৌকার প্রার্থী সাকিব আল হাসান।  

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে কলেজ পাড়া জাসদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, বিমল চন্দ্র বিশ্বাস, খলিলুর রহমানসহ জেলা জাসদের নেতারা।

এ মতবিনিময় সভায় নৌকার প্রার্থী সাকিব আল হাসান জেলা জাসদের সব নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করেন।  

এসময় তিনি বলেন, ১৪ দলের শরিক হওয়ায় নির্বাচনে পূর্ণ সমর্থন আমরা পাব। আপনারা আমাকে কথা দিয়েছেন তাতে আমি আশান্বিত হলাম। আপনারা আওয়ামী লীগের সঙ্গে থাকবেন। নৌকার সঙ্গে থাকবেন। ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।  

জেলা জাসদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জাসদের প্রতিটা নেতাকর্মীর দায়িত্ব আছে।  

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে এসে শুধু নিজে ভোট দিলে হবে না। সবাইকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসবেন। বয়স্ক, মধ্য বয়স্ক বা প্রথমবার যারা ভোটার সবাই যেন ভোটটি দেন। আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।