ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা: ১ জানুয়ারি (সোমবার) জাতীয় পার্টির ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।  

এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য- লোকমান হোসেন ভূঁইয়া রাজু, সাইফুর রহমান শান্ত, মো. জাকির হোসেন ও জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।