ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নৌকা-ট্রাকের পক্ষে প্রচারণা করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
নৌকা-ট্রাকের পক্ষে প্রচারণা করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 

বরিশাল: বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু।

বহিষ্কৃতরা হলেন- চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান।

জানা যায়, সিরাজুল দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তাকে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে তিনি ভোট চেয়েছেন বলে অভিযোগ।

বহিষ্কৃত অন্য তিনজন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক মার্কার পক্ষে নির্বাচনী প্রচার করছেন।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।