ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও: সাকিবকে প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও: সাকিবকে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা।

ফরিদপুর: মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাকিব বলেছে, সে বক্তব্য দিতে পারে না। আমি বলেছি, তোমার বক্তব্য দেওয়ার দরকার নেই।

মাগুরা-১ আসন থেকে আমরা এবার তাকে নমিনেশন দিয়েছি। ’

শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছি, বক্তব্য দেওয়ার দরকার নেই, তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও। আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। ’

মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।  

জনসভা মঞ্চে ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।