ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ।  

এ ছাড়া সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, ৮টায় ঢাবির কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ‘ভোট উৎসবের জন্য’, ‘নৌকার জন্য’, ‘স্মার্ট বাংলাদেশের জন্য’, ‘দেশরত্ন শেখ হাসিনার জন্য’ বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করবে ছাত্রলীগ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী আয়োজন করা হবে।

সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, প্রতিবছর ছাত্রলীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী নানা রকম কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপন করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময়ের প্রয়োজনে ছাত্রলীগ এ বছরের যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছে ভিন্নভাবে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিয়মিত কর্মসূচির পাশাপাশি এ বছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।  

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম যে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ তার স্মারক হিসেবে এ শোভাযাত্রা আয়োজিত হবে। বাংলাদেশের ছাত্রসমাজ, কিশোর-তরুণ-যুবক, নতুন ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগ আয়োজিত এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে ৭ জানুয়ারি ‘ভোট উৎসবের জন্য’, সমৃদ্ধি অগ্রগতি-উন্নয়নের মার্কা ‘নৌকার জন্য’, সম্ভাবনাময়-অপ্রতিরোধ্য-স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশের জন্য’, বাঙালির আশা-ভরসা-নির্ভরতা-নিশ্চয়তার একমাত্র ঠিকানা ‘দেশরত্ন শেখ হাসিনার জন্য’ তাদের অকুণ্ঠ সমর্থন জানাবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।