ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রচার মাইক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রচার মাইক জব্দ

নীলফামারী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারী ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিএনএফ প্রার্থী নোঙর প্রতীকের সাজেদুল করিমের ও ট্রাক প্রতীকের প্রার্থী মোখছেদুল মোমিনের প্রচার মাইক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জের বিভিন্ন জায়গা থেকে প্রচার মাইকগুলো জব্দ করা হয়।

এসময় জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি, বিএনএফ প্রার্থী সাজেদুল করিমের তিনটি, ও ট্রাক মার্কার প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিনের তিনটি প্রচার মাইক জব্দ করা হয়।  

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এসব মাইক জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।