ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এর অংশ হিসেবে করতালি আর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হচ্ছেন সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এ সমাবেশেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড।  

সমাবেশে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল থেকেই নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতারা। পরে ঢাবির কার্জন হলে কেক কাটেন।

সমাবেশের পর বর্ণাঢ্য র‍্যালি করবেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।