ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোরের আলো ফোটার আগেই ভোটারদের কাছে ছুটলেন সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
ভোরের আলো ফোটার আগেই ভোটারদের কাছে ছুটলেন সাকিব

মাগুরা: ভোরের আলো ফোটার আগেই ভোটারদের কাছে ছুটে গেছেন মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।  

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রচারণা।

 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব প্রচারণার শেষ সময়ে ভোরে ঘুম থেকে উঠে ভোটারদের কাছে ছুটে গেছেন। ভোর থেকেই শহরের বিভিন্ন অলি গলি ঘুরে পথচারীদের সঙ্গে হাত মিলিয়ে নৌকায় ভোট চেয়েছেন। শহরের মোল্ল্যা পাড়া, স্টেডিয়াম পাড়া, কলেজ পাড়া, ভায়না এলাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন।

পাশাপাশি ভোটারদের ৭ জানুয়ারি সকাল ৮টায় পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান সাকিব। এভাবে নিয়ম মেনে সকাল ৮টার আগেই প্রচারণা শেষ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।