চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের পিঠালীতলায় নৈশভোজের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নেতাকর্মীদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন (ভূমি) মো. জুবায়ের হোসেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা মহল্লায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার।
শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, নির্বাচনী আচরণ বিধি মালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেওয়া যাবে না। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি তোয়াক্কা না করেই নৈশভোজের আয়োজন করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী সমর্থকরা। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে আচরণবিধি মেনে সব প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগেও একই অভিযোগে ১৪ ডিসেম্বর দুপুরে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান। পরে ১৫ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে জবাব দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসএম