ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে না জানিয়ে পদায়ন, বিএনপি নেতার পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
না.গঞ্জে না জানিয়ে পদায়ন, বিএনপি নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছামির আলী পদত্যাগ করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এরআগে, গত ২০ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে ছামির আলী বলেন, আমি জানতে পারলাম কিছুদিন আগে নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমার অজান্তে আমার নাম দেওয়া হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং কমিটি থেকে পদত্যাগ করি।

তিনি বলেন, বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এবং অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।