ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কিল্লারপুল এলাকা থেকে খানপুর পর্যন্ত কয়েকশ নেতাকর্মী এ মশাল মিছিল করেন।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে করা এ মিছিল থেকে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে তা বর্জনের আহ্বানে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ডামি এ নির্বাচনকে বর্জন করে শত শত নেতাকর্মী নিয়ে আমরা মশাল মিছিল করেছি। আগামীকাল থেকে হরতাল। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে এবং থাকবে। আমরা মিছিলে ও রাজপথে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।