ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জি এম কাদেরের টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগে বিরোধ, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
জি এম কাদেরের টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগে বিরোধ, থানায় অভিযোগ

ঢাকা: রংপুরে জি এম কাদেরের দেওয়া পাঁচ লাখ টাকা ভাগাভাগি নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের নামে থানায় অভিযোগ দিয়েছেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার।  

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় তিনি এ অভিযোগ দেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দিয়ে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩০ ডিসেম্বর রংপুর মহানগর আওয়ামী লীগের নেতারা জি এম কাদেরের সঙ্গে দেখা করে তার পক্ষে প্রচারণার অংশ নেওয়ার ঘোষণা দেন।  এরপর গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নগরীর প্রেসক্লাব এলাকায় জি এম কাদেরের পক্ষে লিফলেট বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। শুক্রবার রাতে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামী লীগ অফিসে জি এম কাদেরের দেওয়া পাঁচ লাখ টাকা আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন কিছু নেতাদের মধ্যে ভাগাভাগি করছিলেন এমন খবর পেয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তার মহিলা লীগের নেত্রীদের নিয়ে দলীয় কার্যালয়ে যান। এ সময় তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্ণার কাছে জানতে পারেন মহিলা আওয়ামী লীগকে ১০ হাজার টাকা ভাগ দিতে চাচ্ছেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। এ নিয়ে পারভীন আক্তার প্রতিবাদ করলে ডা. দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা মহিলা আওয়ামী লীগ নেত্রীদের ধাক্কাধাক্কি করে দলীয় কার্যালয় থেকে বের করে দেন এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তার মেট্রোপলিটন কোতয়ালী থানায় ডা. দেলোয়ার হোসেনের নামে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেন।  

জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারভীন আক্তার বলেন, মহিলা আওয়ামী লীগ জি এম কাদেরের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে গেছে। টাকা ভাগাভাগির বিষয়ে জানতে চাইলে ডা. দেলোয়ারের নির্দেশে তার কর্মী-সমর্থকরা আমাদের ধাক্কা মেরে দলীয় কার্যালয় থেকে বের করে দিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছি।  

এ ব্যাপারে মোবাইল ফোনে কল দেওয়া হলে ডা. দেলোয়ার হোসেন বলেন, জাতীয় পার্টি নির্বাচনী খরচ বাবদ কিছু টাকা দিয়েছিল। মহিলা লীগের প্রাপ্য ১০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই টাকা নিয়ে একটু মনোমালিন্য হয়েছে।  

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শাহ আলম বলেন, একটা অভিযোগ পেয়েছি।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।