ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি হরতালের নামে ঢং ঢাং করছে: ড. মোমেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিএনপি হরতালের নামে ঢং ঢাং করছে: ড. মোমেন

সিলেট: ভোটের দিন বিএনপির হরতালের নামে ঢং ঢাং করছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

তিনি বলেন, মিডিয়াতে বলার জন্য বলা।

আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন।  

রোববার (০৭ জানুয়ারি) সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

এসময় তিনি আরও বলেন, দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোরদবস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের ভোট দিলে জনগণের মঙ্গল হয়।  

টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।  

ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো চুয়াল্লিশ, কখনো তেত্রিশ শতাংশ ভোট হয়। মোট ভোটারদের এক তৃতীয়াংশ তরুণ ভাোটাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

এসসয় তার আওয়ামিলীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।  

ড. একে আবদুল মোমেনের ভোট কেন্দ্র নগরের ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গা কুমার পাঠশালায় মোট ভোটার ২ হাজার ৯৯৩ জন।  

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মৃন্ময় দাস ঝুটন বাংলানিউজকে বলেন, সকাল ৯টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।  

গত ১৫ নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৮ জন। পরে জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আপিল করে আরও দুজন প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসেন। এ দুজনসহ সিলেটের ৬টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে। তবে ৩ জানুয়ারি সিলেট-৫ আসনের জাতীয় পার্টিার প্রার্থী সাব্বির আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ক্বারি মাওলানা মইনুল ইসলাম আশরাফী ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় নাম অবশিষ্ট থাকলে ৩৩ জন।

এবারের সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।  

ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।

বাংলাদেশ সময়: ১৩৩৩  ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।