ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
খুলনায় ভোটকেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

খুলনা: খুলনার একটি ভোট কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুগনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

পুলিশ প্রথমে ককটেলটি বালতি দিয়ে ঢেকে রাখে, পরবর্তীতে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোট কেন্দ্রের আনসার সদস্য জীবন সরকার বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেল বোমাটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা ভোটকেন্দ্রের ককটেল সামনে রেখেছে সেটি জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪ 
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।