ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রের সামনে কেটলির লোকজনকে ঘিরে রেখেছে গাজীর লোকজন

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কেন্দ্রের সামনে কেটলির লোকজনকে ঘিরে রেখেছে গাজীর লোকজন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জ -১ আসনের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে ১২২ নং ভোটকেন্দ্র পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেটলির লোকজনকে ঘিরে রেখেছে গোলাম দস্তগীর গাজীর পক্ষে প্রচার চালানো দুর্বৃত্তরা।

তারা বিভিন্ন অঙ্গভঙ্গিতে হুংকার ছাড়ছেন।

এখানে গাজীর লোক ছাড়া কেউ কথা বলবে না, এভাবেই নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই ভোটার জানান, গাজীর লোকজন এখানে কেটলিসহ অন্য প্রার্থীর এজেন্টদের কোণঠাসা করে রেখেছে। ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে যারা নৌকায় ভোট দিচ্ছেন  না তাদের হুমকি দিচ্ছে। কেটলির পক্ষে কথা বললেই তাকে ধরে আড়ালে চলে যাচ্ছে।  

ঈগলের এজেন্ট সেজে নৌকার হয়ে কাজ করছে গাজীর লোকজন।

ওই কেন্দ্রের ৭নং বুথের ইসমত আরা ও নুরুন্নাহার নামে দুইজন ঈগলের এজেন্ট সেজে নৌকার জন্য কাজ করছে।  
ঈগল স্বতন্ত্র প্রার্থী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তূজা। তাই মর্তূজার লোকজন ডামি হয়ে গাজীর জন্য নৌকা প্রতীকের কাজ কাজ করছে।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোতালেব খান বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি।

ওই কেন্দ্রে মোট ৩ হাজার ৯৭৮ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১১  ও মহিলা ভোটার ১ হাজার ৯৬৭।  
মোট আট বুথে বেলা ১২টা পর্যন্ত ১ হাজার ১৮৭টি ভোট পড়েছে বলে জানান এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এইচএমএস/ইএসএস/এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।