ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
বরিশালে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ

বরিশাল: ৭ জানুয়ারির নির্বাচনে ভোট না দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বরিশালে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি।
 
মঙ্গলবার (০৯ জানুয়ারি) বেলা ১২টায় নগরের সাগরদী বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তারা।


 
লিফলেট বিতরণকালে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সাবেক এমপি) বিলকিস জাহান শিরিন বলেন, ৭ জানুয়ারির সাজানো এবং প্রহসনের নির্বাচন হয়েছে। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। জনগণ এই নির্বাচন বর্জন করেছে।
 
এ সময় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ছাড়াও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।