ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফারুক খান মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
ফারুক খান মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

গোপালগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান নতুন মন্ত্রীসভায় আমন্ত্রণ পেয়েছেন। এ উপলক্ষে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করেছেন তার কর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলা লীগ, পৌর ও কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।