ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা 

বরিশাল: বরিশালে পুলিশের বাধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীরা কালো পতাকা মিছিল বের করেন।

মিছিলটি আদালত চত্বর থেকে ফজলুল হক এভিনিউ সড়কে বের হওয়ার সময় জেলা জজ আদালতের ফটকে তাদের আটকে দেয় পুলিশ।

এ নিয়ে উভয় পক্ষের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে দেয়নি পুলিশ। পরে মিছিলটি ফের আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ হোসেন, কাজী বশির উদ্দিন ও আজাদ হোসাইনসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘ডামি নির্বাচন’ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।