ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সোমবার আ. লীগের যৌথসভা, সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
সোমবার আ. লীগের যৌথসভা, সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

ঢাকা: আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সোমবার (১৫ জানুয়ারি) সভায় বসছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দলের যৌথসভা আহ্বান করা হয়েছে।

বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।  

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা যৌথসভায় উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা চারবারের মতো সরকার গঠনের পর এটি দলীয় নেতাদের নিয়ে শেখ হাসিনার প্রথম সভা। আগামী দিনে যেকোনো প্রতিকুল পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলায় করণীয় সম্পর্কে এ সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।