ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
রাজশাহীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল-সমাবেশ

রাজশাহী: রাজশাহীতে আইনজীবীদের সমন্বয়ে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এ স্লোগানে রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহী আদালত চত্বরে এ মিছিল ও সমাবেশ হয়।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট মাইনুল হোসেন পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রইসুল ইসলামের পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি রাজাশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ল’ইয়ার্স ফ্রন্ট রাজশাহী শাখার সদস্য সচিব অ্যাডভোকেট এজাজুল হক এজাজা ও জাতীয়বাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ মাশরুল আলামিন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।