ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
জাপার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের ২০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় পার্টি।

শুক্রবার (১৯ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের ২০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।