ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট।  

রোববার (২১ জানুয়ারি) ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধানের সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কলঙ্ক মুছতে হলে শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নেই।  

তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে দেশে অর্থনীতির মুক্তি মিলবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন-জীবিকা আরও দুর্বিষহ হয়ে পড়বে। দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন এ সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।