বরিশাল: বরিশাল মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাদের আগামীকাল মঙ্গলবারের (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক। তিনি বলেছেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডের দলীয় কার্যালয়ে কালো পতাকা কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।
মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। জেল-জুলুমের ভয় পেলে চলবে না। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি যখন যে কর্মসূচি দেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকারসহ গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি কারামুক্ত হয়েছেন মনিরুজ্জামান ফারুক। এরপরই তিনি দলীয় কার্যক্রমে যুক্ত হন। তার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সাইফুল আনাম বিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, সিনিয়র সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, সদস্য আবদুল হালিম মৃধা ও আফরোজা খানম নাসরিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান পিন্টুসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমএস/এমজে