ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে রিজভীর সামনেই যুবদলের দুই গ্রুপে হাতাহাতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

রাজশাহী: রাজশাহী জেলা যুবদলর বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে রোববার হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।



এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কয়েকটি সূত্র জানিয়েছে, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা গ্রুপের নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল আহ্বায়ক হওয়ায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরও বিকেল সোয়া ৫টার দিকে সভা শুরু হলে সাবেক যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খোকন ও যুগ্ম আহবায়ক রায়হানের নেতৃত্বে মিনু গ্রুপের নেতাকর্মীরা সেখানে ঢুকতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই পরে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মিনু গ্রুপের যুবদল নেতা রায়হান অভিযোগ করেন, তাদের সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তাই তারা বর্ধিত সভা বয়কট বরেছেন।

জেলা যুবদললের আহবায়ক ও নাদিম গ্রুপের নেতা আনোয়ার হোসেন বলেন, ‘বাইরে কী ঘটেছে তা জানা নেই। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।