ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
কারামুক্ত জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

ঢাকা: কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত নেতা আশরাফুল আলম ইমন।

তিনি বলেন, গোলাম পরওয়ার কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকেই কারাগারে আটক ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।