ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার 

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন৷ জাতীয় সংসদে সংরক্ষিত ৫৯টি নারী আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের কোঠায় রয়েছে ৪৮টি আসন ৷ বাকি দুটি আসন বিরোধীদল জাতীয় পার্টির ৷ আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ অবশ্য সংরক্ষিত নারী আসনে দলগুলো কোঠা অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে ফলে ভোটের প্রয়োজন হয় না ৷

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।