ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোয়ালমারী উপজেলা-পৌর বিএনপির কমিটি বিলুপ্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
বোয়ালমারী উপজেলা-পৌর বিএনপির কমিটি বিলুপ্ত 

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলার আওতাধীন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হবে।  

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির সংবাদ বিজ্ঞপ্তিটি এখনও হাতে পাইনি। তবে পুরোনো কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি করা হবে -এটা আগে থেকে জান ছিল।  

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা জানান, মেয়াদোত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ