ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রাখে।

জানা যায়, সোমবার রাত ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংসানু মারমার বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। ঘরের চারপাশ ঘিরে দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় মংসানুকে না পেয়ে তারা চলে যান। এর আগে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে মংসানু পালিয়ে যান।

এ বিষয়ে মংসানু মারমা জানান, স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করেন তিনি। এ কারণেই সন্ত্রাসীদের রোষানলে পড়েছি।

এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছেন স্থানীয়রা।

এ ঘটনার জেরে মঙ্গলবার খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোন ছড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে বিড়ম্বনায় পড়ে এ সড়কের যাত্রীরা। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলও করে এলাকাবাসী। এ সময় সড়কের ওপর গাছ ফেলে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধরা। এতে সড়কটিতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়দের দাবি, এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছেন স্থানীয়রা।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা বলেন, ইউপিডিএফ-গণতান্ত্রিক এ ঘটনা ঘটিয়েছে বলে লোকে মুখে শুনছি। হাই কমান্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।  

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। নিজেরাই নিজেদের মতো করে মীমাংসা করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।